খেলাধুলাদেশজুড়ে

আজ জিতলেই ফাইনালে পাকিস্তান

ঢাকা অর্থনীতি ডেস্ক: এশিয়া কাপের দশম ম্যাচে আজ (৭ সেপ্টেম্বর) মাঠে নামবে ফেভারিট পাকিস্তান ও আফগানিস্তান। সুপার ফোর পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে পাকিস্তানিরা।

আজ আফগানিস্তানের বিপক্ষে জিতলেই এক ম্যাচ হাতে রেখে ফাইনালে জায়গা করে নেবে দলটি। সেক্ষেত্রে শিরোপার লড়াইয়ে ফাইনালে দলটি মুখোমুখি হবে শ্রীলঙ্কার।

এদিকে পাকিস্তানের বিপক্ষে আজ বাঁচা-মরার লড়াইয়ে নামবে রশিদ খান-মোহাম্মদ নবিরা। আজ হারলেই এশিয়া কাপের পর্বে এক ম্যাচ হাতে রেখে বিদায় নিশ্চিত হবে আফগানিস্তানের। এর আগে সুপার ফোর পর্বে টানা দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে ভারত।

বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে দুই দলের মধ্যকার ম্যাচটি। বাংলাদেশের জিটিভি ও নাগরিক টিভি সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে।
/একে

Related Articles

Leave a Reply

Close
Close