জীবন-যাপন

আজব দেশ আজব তার আইন-কানুন

রাকিবুল হাসান, নিজস্ব প্রতিবেদক : উত্তর কোরিয়া উত্তর-পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র যা কোরীয় উপদ্বীপের উত্তর অর্ধাংশ নিয়ে গঠিত। এর সরকারি নাম গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া।

উত্তর কোরিয়া এমন একটি দেশ, যে দেশের নিয়ম-কানুন সমন্ধে আপনি জানলে আপনি চমকে উঠতে বাধ্য হবেন।উত্তর করিয়া রসিকতা করার দেশ নয়। দেশটি ভিন্ন রকম, কঠোর এবং বিপদজনক।

দেশটিতে একা একা যেতে পারবেন না। কোনো টুরিস্ট দলের সাথে যেতে হবে। সীমান্ত পার হবার সাথে সাথে দেখতে পারবেন এক নতুন জগৎ। উত্তর করিয়ার নিরাপত্তা বাহিনী আপনার ছবি থেকে বইয়ের প্রতিটি পৃষ্ঠা দেখবেন। বাইবেল, কিতাব (ধর্মীয় বই), রাজনৈতিক বই নিয়ে প্রবেশ করতে পারবেন না । এমনি কি! কোনো ইন্টারনেট সংযোগ থাকা যাবে না। বহিরাগত কোনো খবর নিয়ে যেতে পারবেন না । আপনার মুঠোফোনের সকল ছবিও দেখতে চাইবে তারা ।

এ দেশে, নেই ইন্টারনেট, নেই ফেসবুক, নেই স্বাধীনতা, নেই কোনো একতা। এগুলো না মানলে যেতে হবে কারাগারে।

উত্তর কোরিয়া ছোট্ট একটা জাতি। প্রধান সড়ক গুলোতে গাড়ি খুব কম থাকে। দেশটি আসলেই গরীব। এ দেশের মানুষের নেই কোনো ক্ষমতা। তারা সামরিক বাহিনীর পেছনে সব থেকে বেশি টাকা খরচ করে। সামরিক অনুষ্ঠান গুলো তারা অনেক আনন্দ করে থাকে।

দেশটি থেকে বের হবার সময়ও আপনাকে জঠিলতার মধ্য দিয়েই আসতে হবে । আপনি নিয়ম লংঘন করলে কারাগারেও যেতে হতে পারে।

Related Articles

Leave a Reply

Close
Close