দেশজুড়েপ্রধান শিরোনাম

আজকে রোজা রেখে কাল ঈদ পালন করবেন গৌরনদীর ২০ গ্রামবাসী

ঢাকা অর্থনীতি ডেস্কঃবরিশালের গৌরনদী উপজেলার ২০টি গ্রামের প্রায় এক হাজার দুইশ’ নারী-পুরুষ আজ বুধবার (৫ জুন) ঈদের দিনে রোজা রেখেছেন। উপজেলার বাঙ্গিলা হামিউস সুন্নাহ্ কওমি মাদ্রাসার সাত শিক্ষক ও আড়াইশ’ ছাত্রসহ ২৪৫টি পরিবারের সদস্যরা ৩০টি রোজা পূর্ণ করে বৃহস্পতিবার ঈদ উদযাপন করবেন।

ঐ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান মাওলানা আবদুল কাদের বলেন, ‘হাদিসে আছে– “চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ পালন করো।” কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির প্রথম ঘোষণা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে ঠিক থাকলেও রাত ১১টার ঘোষণা সঠিক হয়নি। তাই কোরআন ও সুন্নাহতে বিশ্বাস করে আমরা রোজা রেখেছি।’

তিনি আরও জানান, তার মাদ্রাসার শিক্ষক ও ছাত্রসহ আশপাশের ধুরিয়াইল, ধানডোবা, নন্দনপট্টি, চাঁদশী, বড় কসবা, চেংগুটিয়াসহ ২০টি গ্রামের মানুষ বুধবার ভোররাতে সেহরি খেয়ে রোজা রেখেছেন। দিনশেষে তারা যথাসময়ে ইফতার করে ৩০ রোজা পূর্ণ করেছেন। আগামীকাল ঈদ উৎসব পালন করবেন তারা।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close