প্রধান শিরোনামস্বাস্থ্য
আগ্রহ ও স্যাভলনের উদ্যোগে ১৫০০ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা
নিজস্ব প্রতিবেদকঃ শেষ হল আগ্রহ এনজিও এবং স্যাভলনের উদ্যোগে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাজবাড়ি জেলায় এ ক্যাম্পের সমাপ্তি ঘটে।
ক্যাম্পের দায়িত্বে থাকা ডাঃ মীর ফাহিম ফয়সাল বলেন, ক্যাম্পে রাজবাড়ি জেলার পাংশা, কালুখালী এবং বালিয়াকান্দি উপজেলার প্রায় ১৫০০ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া কুষ্টিয়া জেলার কুমারখালি এবং খোকসা উপজেলাতেও একদিন এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এখানেও প্রায় ২০০ জন কে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া প্রতিটি ক্যাম্পেই ফ্রি ঔষধ এবং সাবান প্রদান করা হয়।
ক্যাম্পে ডাঃ মীর ফাহিম ফয়সালকে সহযোগিতা করেন আসলাম মাহমুদ,রিয়াদ মাহমুদ এবং একজন সেবিকা।
এলাকাবাসী ফ্রি মেডিকেল ক্যাম্পের জন্য স্যাভলন এবং আগ্রহ এনজিও কে ধন্যবাদ জানান ভবিষ্যতেও এমন মেডিকেল ক্যাম্প আয়োজনের দাবী জানান।
১০ আগস্ট থেকে শুরু হওয়া এ ক্যাম্পের প্রথম অংশ ১৬ আগস্ট পর্যন্ত ঢাকার ধামরাই ও আশুলিয়ার বন্যাদূর্গতদের জন্য পরিচালিত হয়েছিল।
শুরু থেকেই বন্যার্তদের সহায়তা করতে পারায় রোগী এবং এলাকাবাসীর ভালো প্রতিক্রিয়া পাওয়ায় এ ক্যাম্প পুনরায় ২৯ আগস্ট থেকে শুরু হয়।
/আরএম