দেশজুড়েপ্রধান শিরোনাম

আগামী ২৮শে মার্চ সংসদের ১৭তম অধিবেশন শুরু

ঢাকা অর্থনীতি ডেস্ক: শুরু হবে একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন আগামী ২৮শে মার্চ। সেদিন বিকেল ৫টায় বসবে অধিবেশন।

আজ বৃহস্পতিবার (১০ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ এই তথ্য জানান।

মো. তারিক মাহমুদ জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী সোমবার (২৮শে মার্চ) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের সপ্তদশ (২০২২ সালের দ্বিতীয়) অধিবেশন আহ্বান করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি।

নিয়ম অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করতে হয়। গত ২৭শে জানুয়ারি জাতীয় সংসদের ১৬তম এবং বছরের প্রথম অর্থাৎ শীতকালীন অধিবেশন শেষ হয়।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close