দেশজুড়েপ্রধান শিরোনাম
আগামী ১২ ও ১৩ এপ্রিলও থাকবে কঠোর নিষেধাজ্ঞাঃ সেতুমন্ত্রী
ঢাকা অর্থনীতি ডেস্কঃ চলমান কঠোর নিষেধাজ্ঞার ধারাবাহিকতা আগামী ১২ ও ১৩ এপ্রিলও চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১১ এপ্রিল) সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন।
দেশে করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ, আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে কঠোর ও সর্বাত্মক লকডাউন।
মাঝখানের দুই দিন অর্থাৎ ১২ ও ১৩ এপ্রিল তাহলে কী হবে, এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নিষেধাজ্ঞার ধারাবাহিকতা চলবে ১২-১৩ এপ্রিলও।
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে সাত দিনের লকডাউন বা বিধিনিষেধ জারি করে সরকার। এই বিধিনিষেধের মেয়াদ শেষ হবে ১১ এপ্রিল রাত ১২টায়।
বিধিনিষেধের সময়ে পালনের জন্য ১১টি নির্দেশনা দেয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৪ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে।
/এন এইচ