দেশজুড়ে

আগামী ১১ মার্চ পবিত্র শবে মেরাজ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পবিত্র লাইলাতুল মেরাজ আগামী ১১ মার্চ দিবাগত রাতে পালিত হবে। আগামী রোববার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আকাশে শুক্রবার রজব মাসের চাঁদ দেখা না যাওয়ায় সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় জানানো হয়, চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল ১৩ ফেব্রুয়ারি পবিত্র জমাদিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে। ১৪ ফেব্রুয়ারি রোববার থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে। ফলে ১১ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে মিরাজ পালিত হবে।

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির ওই সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close