আমদানি-রপ্তানীশিল্প-বানিজ্য

আগামী সপ্তাহ থেকে সরকার নির্ধারিত দামে চামড়া সংগ্রহ: বিটিএ

ঢাকা অর্থনীতি ডেস্ক: বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন-বিটিএ’র সভাপতি মোহাম্মদ শাহীন আহমেদ জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে সারা দেশের আড়তদারদের কাছ থেকে লবণ যুক্ত চামড়া সংগ্রহ করবেন তারা।
এছাড়া তিন-চার দিনের মধ্যেই পোস্তা থেকে চামড়া সংগ্রহ শুরু হবে, সরকার নির্ধারিত দামেই চামড়া কিনবেন ট্যানারি মালিকরা। এবছর তাদের সংগ্রহ লক্ষ্যমাত্রা ১ কোটি চামড়া।

সারা বছর যে পরিমাণ পশুর চামড়া বেচা-বিক্রি হয় তার প্রায় ৬০ ভাগই সংগ্রহ করা হয় কোরবানির সময়। কাজেই ঈদুল আজহার দিন থেকে পরবর্তী কয়েকদিন দম ফেলার সময় পাননা লালবাগের পোস্তা, হাজারীবাগের আড়তদার এবং ট্যানারি মালিকরা। তবে এবার ঈদের দ্বিতীয় দিনই পোস্তায় চিরচেনা হাঁকডাক ব্যস্ততা পাওয়া গেলনা।

Related Articles

Leave a Reply

Close
Close