দেশজুড়েপ্রধান শিরোনাম
আগামী ডিসেম্বরে বৈঠকে বসছেন শেখ হাসিনা-মোদী
ঢাকা অর্থনীতি ডেস্কঃ আগামী ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকটি সরাসরি সম্ভব না হলে ভার্চুয়ালি হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ড. মোমেন জানান, ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বসবেন।
তিনি আরো বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে তারা সরাসরি বৈঠকে বসবেন, আর না হলে দুই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বৈঠকে বসবেন।
/এন এইচ