প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

আগামী জানুয়ারি মাসে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আগামী জানুয়ারি মাসে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শনিবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে এ তথ্য জানা গেছে।

পিএসসি’র চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন জানান, আট হাজার খাতা রিচেক করায় অনেক সময় লাগছে। তাই চলতি বছরের ডিসেম্বরে ফল প্রকাশের ইচ্ছা থাকলেও তা সম্ভব হবে না। তবে জানুয়ারি মাসে অবশ্যই ফল প্রকাশ করা হবে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা তৃপ্তি কনা বসু বলেন, ফল প্রকাশের জন্য শুক্র ও শনিবারও কাজ করা হচ্ছে। তবে এ মাসের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে না। তবে আগামী মাসে ফল প্রকাশ হবে বলে আশা করছি।

৪০তম বিসিএসে অংশ নিতে মোট ৪ লাখ ৯৬৩ জন রেজিস্ট্রেশন করেন। পরীক্ষায় অংশ নেন মোট ৩ লাখ ৩৪ হাজার ৩৮ জন। প্রিলিমিনারি পরীক্ষায় ২০ হাজার ২৭৭ জনকে বাছাই করা হয়। গত ৪ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close