দেশজুড়ে
আগামীকাল হরতালের ডাক দিলেন কাদের মির্জা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারকে ‘রাজাকারের পরিবার’ বলার প্রতিবাদে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কারের দাবীতে কোম্পানীগঞ্জের বসুরহাটে অবস্থান ধর্মঘট স্থগিত করে রবিবার(২৪ জানুয়ারি) ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুরো কোম্পানীগঞ্জ উপজেলায় হরতালের ডাক দিয়েছেন বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা।
তবে পচনশীল দ্রব্য বহনকারী গাড়ী-দোকান, হাসপাতাল, রোগী বহনকারী গাড়ি, ঔষুধ দোকান, কাঁচাবাজার হরতালের আওতামুক্ত থাকবে।
শুক্রবার(২২ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় থেকে উপজেলার বসুরহাট বঙ্গবন্ধু চত্বরের সামনে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচী সকাল সাড়ে দশটা পর্যন্ত চলে। রাতভর দলীয় নেতা-কর্মীরা শীতকে উপেক্ষা করে কর্মসুচীর সাথে একাত্মতা ঘোষণা করে কাদের মির্জার বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে অবস্থান করে। এসময় অংশগ্রহণকারীরা দাবী আদায়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
/এন এইচ