দেশজুড়ে
আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে ঢাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ আগামীকাল ২০ মার্চ শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে আবাসিক হলগুলোতে অবস্থানকারী শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার(১৯ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছুটি ৩১শে মার্চ পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্তও নেয়া হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সব ভ্রাম্যমাণ দোকানপাটও বন্ধ ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে ট্রাক, লরি, বাস চলাচল করতে পারবে না বিশ্ববিদ্যালয় এলাকায়। এসব বিষয় নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী।
চিকিৎসা অনুষদের ডিন শাহরিয়ার নবীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। করনোর প্রাদুর্ভাব বাড়লে এই কমিটি বিশ্ববিদ্যালয় এলাকা সমন্বয় করবেন।
/এন এইচ