দেশজুড়েপ্রধান শিরোনাম

আগামীকাল থেকে বৃষ্টির শঙ্কা

ঢাকা অর্থনীতি ডেস্ক: সারাদেশে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ কাটতে না কাটতে দেখা দিয়েছে বৃষ্টির শঙ্কা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বাড়লেও আগামীকাল বুধবার থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আর সেটা শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে-এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি শুরুর আগে ও চলাকালে দেশের বেশির ভাগ এলাকা থেকে কুয়াশা সরে যাবে। তাপমাত্রা বেড়ে এবং কুয়াশা কমে রাজধানীসহ বেশির ভাগ বড় শহরের বায়ুর মান কিছুটা হলেও ভালো হবে। তবে বৃষ্টি শেষ হওয়ার পর অর্থাৎ আগামী রোববার থেকে তাপমাত্রা আবারও কমতে শুরু করবে। আরেক দফা শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। শীতের ওই ধাক্কা তিন থেকে পাঁচ দিন চলতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম গণমাধ্যমকে জানান, বুধবার থেকে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হতে পারে। বৃষ্টি থেমে যাওয়ার পর রোববার থেকে আরেক দফা তাপমাত্রা কমে শীত বাড়তে পারে। শুষ্ক পশ্চিমা লঘুচাপ ও জলীয় বাষ্পপূর্ণ পূবালী বায়ুর মিশ্রণের ফলে ওই বৃষ্টি শুরু হতে পারে।

Related Articles

Leave a Reply

Close
Close