দেশজুড়েপ্রধান শিরোনাম

আগামীকাল খুলছে অফিস-আদালত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদুল আজহা উপলক্ষে তিন দিনের ছুটি রোববার শেষ হচ্ছে। ছুটি শেষে আগামীকাল সোমবার অফিস-আদালত খুলছে। পাশাপাশি খুলছে ব্যাংক-বীমা ও শেয়ারবাজার।

গত শুক্রবার থেকে ঈদুল আজহার তিন দিনের ছুটি শুরু হয়। পরদিন শনিবার ঈদুল আজহা পালিত হয়। রোববার ছিলো ঈদের ছুটির শেষ দিন।

সোমবার অফিস-আদালত খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম থাকবে। কারণ অনেকে সাধারণ ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নিয়ে ঈদ করতে গেছেন। তবে যারা ঢাকায় ঈদ করেছেন তারা কাজে যোগ দেবেন।

করোনা মহামারিতে ঈদে আগের মতো উৎসব পালনে আনুষ্ঠানিকতার সুযোগ না থাকলেও ছুটি শেষে অফিসের প্রথম দিনে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় চলবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close