বিনোদন
আকাশ থেকে মাটিতে পড়ছে মাছ!
ঢাকা অর্থনীতি ডেস্ক: সত্যজিৎ রায়ের ‘গুপি গাইন-বাঘা বাইন’ সিনেমার শেষ দৃশ্যে রসগোল্লার বৃষ্টি দেখেছিল দর্শক। সেটাতো কেবল সিনেমা ছিল, কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরে যা হলো, তা আবহাওয়ার এক যুগান্তকারী ঘটনা।
অদ্ভূত বৃষ্টিতে টেস্কারকানা শহরের মানুষ চমকে গেছেন তো বটেই, প্রকৃতির আজব খেয়াল দেখে অনেকে ভয়ও পেয়েছেন। কেননা এটি সাধারণ কোনো বৃষ্টি নয়, আকাশ থেকে মাটিতে পড়ছে একের পর এক ছোট ছোট মাছ!
দিন দুপুরে এমন ‘মাছবৃষ্টি’ ভিডিও করে, ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছেন অনেকেই। এ নিয়ে রীতিমতো শুরু হয়েছে তোলপাড়। টেস্কারকানা শহরের মাছ-বৃষ্টি নিয়ে ইতোমধ্যে উদ্বেগ জানিয়েছেন যক্তরাষ্ট্রের পরিবেশবিদরা।
প্রশাসন বলছে, এ ধরনের মাছ-বৃষ্টি হচ্ছে ‘প্রাণী বৃষ্টি’র একটি উদাহরণ। এ ধরনের ঘটনাকে বলা হয় ওয়াটারস্পাউট বা জলঘূর্ণি। আবহাওয়ায় শক্তিশালী জলঘূর্ণি সৃষ্টি হলে ছোট আকারের মাছ বা অন্যান্য জলজপ্রাণী ওই জলঘূর্ণির টানে জলাশয় থেকে শূন্যে ভেসে আসে। পরবর্তীতে সেগুলো বৃষ্টির সঙ্গে মাটিতে গিয়ে পড়ে। তবে এ ঘটনাকে ‘অস্বাভাবিক’ আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা।
এদিকে, লাইব্রেরি অব কংগ্রেসও তাদের এক ব্যাখ্যায় বলেছে, ঘটনা এমন নয় যে বৃষ্টি শুরু হওয়ার আগে মাছগুলো আকাশে ছিল। বরং শক্তিশালী জলস্রোত তাদের উপরে তুলেছে। পরে যখন ওই জলস্রোত শক্তি হারিয়েছে, তখন সেই ছোট বস্তুগুলো আবার বৃষ্টির সঙ্গে ভূপৃষ্ঠে নেমে এসেছে।
এর আগে ২০১৭ সালে ক্যালিফোর্নিয়াতেও এমন ‘প্রাণী বৃষ্টি’ হয়েছিল। তখন শতাধিক মাছ আকাশ থেকে স্কুল মাঠে পড়েছিল বলে জানা গেছে।