দেশজুড়ে
আওয়ামী লীগের সম্মেলনস্থলে অস্ত্র-গুলিসহ আটক ১

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনস্থলে প্রবেশের সময় অস্ত্র-গুলিসহ নুরুল আলম খান (৪৫) কে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে নুরুলকে আটকের পর শাহবাগ থানায় নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আজিমুল হক জানান, আওয়ামী লীগের সম্মেলনস্থলে প্রবেশের সময় টিএসসির গেটে তল্লাশি করা হলে এসময় নুরুল আলমের কাছ থেকে একটি পিস্তল ও ছয়টি গুলি পাওয়া যায়। ওই পিস্তলটির লাইসেন্স আছে কি না, সেটি যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানান তিনি।
তার দলীয় কোনো পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
/এএস