দেশজুড়ে

আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটিতে স্থান পেলেন যারা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ২০১৬-২০১৯ মেয়াদ থেকে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটি গঠনের রেওয়াজ শুরু হয়। বিগত কমিটিতে মঞ্চসারথী আতাউর রহমান চেয়ারম্যান ও অসীম কুমার উকিলকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে উপ-কমিটির নেতৃত্ব দেবেন এই দুই নেতা। তাদের ওপরই ভরসা রেখেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

বৃহস্পতিবার দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কমিটির অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত কমিটির কার্য মেয়াদ দেখানো হয়েছে।

এবারের উপ-কমিটিতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতাদের প্রাধান্য দেয়া হয়েছে। পাশাপাশি দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই উপ-কমিটিতে যারা আছেন, সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, সিমিন হোসেন রিমি এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু, সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, সাবেক যুবলীগ নেতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চয়ন ইসলাম, মাছরাঙা টেলিভিশনের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী পিন্টু, দৈনিক সংবাদের সম্পাদক আলতামাস কবির মিশু, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেতা জায়েদ খান, অভিনেতা হারুনুর রশিদ, অভিনেতা এহসানুল হক মিনু, সঙ্গীতশিল্পী রফিকুল আলম, সঙ্গীতশিল্পী শুভ্র দেব, পুলিশের সাবেক ডিআইজি মো. মোজাম্মেল হক, মো. তাহসিন আজিম সিজান, সাংবাদিক অনিমেষ চক্রবর্তী, মুহম্মদ আসিফ ইকবাল, পদ্মাবতী দেবী, তৃনা মজুমদার, মো. আবু তালহা।

সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা সুজন, সাবেক ডাকসু নেতা মহিউজ্জামান চৌধুরী ময়না, চারুকলা অনুষদের সাবেক নেতা সুব্রত চন্দ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক নুরুল আলম পাঠান মিলন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমান রন, নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন চন্দ্র বসু, ঢাবি’র মুহসিন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল আজম বাসার, চারুকলা অনুষদের সাবেক নেতা সঞ্জীব দাস অপু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আসলাম হোসেন শিহির, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আনজাম মাসুদ, সাঈদ বাবু, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা ড. শাহাদাত হোসেন নিপু, সাবেক ছাত্রলীগ নেতা তাহেরুল হাসান শিবলী, নব্বইয়ের দশকের ছাত্রনেতা জয়ন্ত আচার্য্য, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ফাহাদ ইউসুফ হোসেন প্রমিত, আশির দশকের ছাত্রনেতা মোশারফ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক গোলাম বাকী চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ফাতেমা তুজ জোহরা চৌধুরী রুশী প্রমুখ এই উপ-কমিটির সদস্য হয়েছেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Jak zlepšit svůj život díky jednoduchým trikům a chytrostem, najdete na našem webu! Naučte se nové recepty a praktické tipy pro vaření, stejně jako užitečné rady pro pěstování zahradních plodin. Buďte inspirací pro svůj domov a získejte užitečné znalosti pro každodenní život! 1. Křenová omáčka - tradiční Snoubenec připravil šťavnatou dušenou pečeni s výběrem Zimní řepa tety Skvělý recept na Nový způsob přípravy kdoulové šťávy bez plýtvání Jak zahušťovat omáčku "Domácí recept na sladký broskvový džem: dokonalý krém Okurkový salát: rychlá večeře bez nudy Co je to teriyaki omáčka a jaké pokrmy s ní Červená řepa Vytáhněte tyto Sýrová polévka Takovou lahůdku ve spíži Hřebíčková omáčka pro dokonale českou chuť Moje oblíbené jídlo: Recept, který jsem jednou Perfektní chuť houbových receptů: Klíč k Jak připravit rajčatovou omáčku na pizzu? Nejlepší recept na nakládané Levná a chutná Pečené hovězí plátky jsou Rýžová omáčka – tipy a Poslední okamžik: Toto jsou potřebné dvě ingredience pro Nejlepší pstruhy od Tety Wiesii s rozlévající se Zimní lahůdky v sklenicích: Bílý doprovod, který vás Babička Maryša a její 50 let staré vyprodané sklenice Košaté knedlíky: klasický pokrm z Tajemná ingredience marinovaných Podzimní švestkový džem bez cukru: Výtečná chuť starých časů! Nebeská symfonie tety Krysie: Měkká kopyta v pohybu Kouzelné masové kuličky v rajčatové omáčce podle receptu Strzelczyk vyrobil nezapomenutelné Jak udělat tatarskou omáčku Získejte užitečné tipy a triky pro každodenní život, lahodné recepty a užitečné články o zahradničení na našem webu. Buďte inspirativní a objevujte nové způsoby, jak vylepšit svůj život a vytvořit skvělé pokrmy z čerstvých surovin ze zahrady. Sledujte nás a buďte vždy na vrcholu všech nových informací.
Close
Close