প্রধান শিরোনাম

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু

ঢাকা অর্থনীতি ডেস্ক: আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়েছে। এসভায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিএনপি মানুষ মেরে সরকার পতন ঘটাতে চায়।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভার শুর হয়।

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু হবে। যারা এখনও দ্বিধা-দ্বন্ধে আছেন, আপনারা ভোটে অংশ নিন।

আওয়ামী লীগের সভাপতি বলেন, বিএনপি যখন ভদ্রচিতভাবে কর্মসূচি পালন করছিল, তখন মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু অগ্নিসন্ত্রাস খুন ও হামলা শুরুর পর তারা আবার জনবিছিন্ন ও সন্ত্রাসী দল হিসেবে পরিচিতি পেয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরই এদেশে হত্যার রাজনীতি শুরু হয়। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়, গণতন্ত্রের অধিকার কেড়ে নেওয়া হয়।

শেখ হাসিনা বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগ্রাম করে গেছে। আর অধিকার প্রতিষ্ঠা করতে গিয়েই আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জীবন দিয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close