Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

আওয়ামী লীগ ছাড়া বিতর্কিত হবে না

স্টাফ রিপোর্টার:

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত গোটা বাংলাদেশ। এই নির্বাচনে বিগত ২০২৪ এ জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত  ও পলাতক দল আওয়ামী লীগ অংশ গ্রহন করছে না। মূলত: দলটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার মত কেউ এই মুহুর্তে দেশেই নেই। একটি বড় দলের জন্য যা পৃথিবীর ইতিহাসে বিরল।

তবে ২০১৪ সাল থেকে একাধারে তিনটি বিতর্কিত নির্বাচনের পর এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহন প্রসঙ্গেে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে। বিগত পর পর তিনটি বিতর্কিত নির্বাচনের মধ্যে ২০১৪ সালের নির্বাচনকে বলা হয় বিনা ভোটের নির্বাচন। ২০১৮ সালের নির্বাচনকে বলা হয় নিশি রাতের নির্বাচন আর ২০২৪ সালের নির্বাচন হয়েছে-আমি, তুমি আর ডামি।

শুধু আওয়ামী লীগ নয় তাদের জোটের শরিক মিত্র ১৪ দলীয় জোট ও অন্যান্য দলগুলোর পক্ষেও কাউকে দেশে পাওয়া দুস্কর।

এই নির্বাচনে মূলত অংশ নিচ্ছে গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তি বিশেষ করে ২০১৪ এবং ২৪ সালের ভোটে অংশ না নেয়া আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। এদিকে, ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ রয়েছে। নির্বাচন কমিশন দলটির নিবন্ধনও বাতিল করে দিয়েছে।

এ অবস্থায় দলটি ভোটে অংশ নিতে না পারলেও বিতর্কের কিছু নেই বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাদের মতে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক হবে। কেননা, দেশের জনগন এই মুহুর্তে আওয়ামী লীগের কোন প্রয়োজন বোধ করছে না। আওয়ামী লীগ ব্যাতীত জনগন ভোটকেন্দ্রে কোন শুণ্যতা অনুভব করে কি-না, সেটাই বিবেচ্য বিষয়।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন