করোনাদেশজুড়ে

আইসোলেশনের জন্য ২০০ লঞ্চ দিতে প্রস্তুত লঞ্চ মালিকরা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ লঞ্চ মালিক সমিতির এ প্রস্তাব নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে লিখিতভাবে পাঠিয়েছেন

লকডাউনের কারণে ঢাকার বুড়িগঙ্গা নদীতে অলস পড়ে থাকা ২০০ লঞ্চগুলো করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের আইসোলেশনে রাখার জন্য ব্যবহার করতে নৌ মন্ত্রাণালয়কে প্রস্তাব দিয়েছেন লঞ্চ মালিকরা।

সোমবার (৬ এপ্রিল) লঞ্চ মালিক সমিতির কর্মকর্তা শহিদুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন বলে বার্তা সংস্থা ইউএনবি’র একটি খবরে বলা হয়।

তিনি বলেন, সরকার চাইলে যেকোন সময় যেকোন স্থানে ২০০ লঞ্চ দিতে প্রস্তুত রয়েছেন লঞ্চ মালিকরা।

লঞ্চ মালিক সমিতির এ প্রস্তাব নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে লিখিতভাবে পাঠিয়েছেন বলেও জানিয়েছেন লঞ্চ মালিক সমিতির এই কর্মকর্তা।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close