তথ্যপ্রযুক্তি
আইফোনে থাকছে না ‘চার্জিং পোর্ট’
ঢাকা অর্থনীতি ডেস্কঃ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের নির্মিত হ্যান্ডসেট আইফোনে ভবিষ্যতে কোনো ধরনের পোর্ট রাখা হবে না। ২০২১ সাল থেকেই এই পরিবর্তন আসছে বলে প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে।
অ্যাপলের বিশ্লেষক মিং-চি কু দাবি করেন, সামনে থেকে আইফোনে আর কোনো পোর্ট রাখা হচ্ছে না। যে চার্জিং পোর্টটি এতদিন আইফোনে ছিল সেটিও ওয়্যারলেস হচ্ছে।
আইপড প্রো এবং প্রতিষ্ঠানটির নির্মিত ল্যাপটপগুলোতে এখন চার্জিং পোর্ট হিসেবে ইউএসবি-সি পোর্ট ব্যবহার করা হয়। ধারণা করা হচ্ছিল সামনের হ্যান্ডসেটগুলোতে এই পোর্ট ব্যবহার করবে তারা। তবে সেটি না করে সব ধরনের পোর্টই তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
এই পরিবর্তনের ফলে হ্যান্ডসেটগুলোর জায়গা বাঁচার পাশাপাশি উন্নত হবে ওয়াটার ও ডাস্ট রেসিসস্ট্যান্ট সিস্টেম। তবে কোন মডেলে এই ফিচারটি প্রথম ব্যবহার করা হবে তার বিস্তারিত জানানো হয়নি।