দেশজুড়েপ্রধান শিরোনাম
আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হবার নির্দেশনা প্রধানমন্ত্রীর
ঢাকা অর্থনীতি ডেস্ক: করোনাভাইরাসের বিস্তার রোধে ঘোষিত সাধারণ ছুটির সময় জনসাধারণের ঘরে থাকা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (০৬ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মূলত দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই এ বৈঠক হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রীদের দিক নির্দেশনা দেন।
এদিকে, বৈঠকের পরে স্বরাষ্ট্রমন্ত্রী টেলিফোনে জানান, করোনা সংক্রমিত এলাকা লকডাউন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া ধর্ষণ ও হত্যা মামলা ছাড়া দীর্ঘদিন জেল খেটেছেন এমন আসামিদের মুক্তি দেয়ার বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।