দেশজুড়ে

আইএস জঙ্গি শামিমাকে গ্রহণ করবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত শামীমাকে বাংলাদেশ গ্রহণ করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শনিবার(১৫ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি গোষ্ঠী আইএসএর সঙ্গে সম্পৃক্ত জড়িত ব্রিটিশ নাগরিক শামিমাকে বাংলাদেশ গ্রহণ করবে না। তিনি বলেন, শামিমা বা তার পরিবার কখনো বাংলাদেশের নাগরিক ছিলেন না। সেজন্য কোনো জঙ্গিকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়ার প্রশ্নই ওঠে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কে আব্দুল মোমেন বলেন, চীনে অবস্থানরত বাংলাদেশিদের পর্যায়ক্রমে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

তিনি আরো বলেন, ভাসানচরের পরিবেশ অনেক সুন্দর সেখানে রোহিঙ্গাদের না পাঠিয়ে বিকল্প কিছু ভাবা উচিত। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে বহুপাক্ষিক চিন্তা-ভাবনা রয়েছে। এক্ষেত্রে চীন সহযোগিতা করবে বলেও জানান তিনি।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close