দেশজুড়েপ্রধান শিরোনাম

অ‌্যান্টি রেপ ডিভাইস সরবরাহের নির্দেশনা চেয়ে রিট

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশে যৌন নির্যাতন প্রতিরোধে নারীদের ‘অ‌্যান্টি রেপ ডিভাইস’ সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বাংলাদেশ লিগ্যাল এইড অ‌্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও সিসিবি ফাউন্ডেশন রিট দায়ের করেন।

আজ রোববার (১৯ জানুয়ারি) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে। রিটে নারীদের সম্মান ও মর্যাদা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

একইসঙ্গে বিদেশ থেকে অ‌্যান্টি রেপ ডিভাইস আনতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটকারী আইনজীবী জানান, অ‌্যান্টি রেপ ডিভাইস কোনও নারী তার শরীরে বহন করলে যৌন নির্যাতনের চেষ্টা করলে স্বয়ংক্রিয়ভাবে ৯৯৯ কল চলে যাবে। এটা উন্নত দেশে ব্যবহার করা হয়।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close