তথ্যপ্রযুক্তি
অ্যাপল পণ্য বয়কটের ঘোষণা চীনাদের
ঢাকা অর্থনীতি ডেস্কঃ সম্প্রতি চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের ওপর কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এজন্য ওয়াশিংটন-বেইজিংয়ের বাণিজ্য সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে এটা আগে থেকেই অনুমান করা হয়েছিল। আর এই অনুমানই অবশেষে সত্যি হলো।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের জনগণ অ্যাপলের পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র সরকার হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।
দেশটির নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখন এ বিষয়টিই আলোচিত হচ্ছে। বিশেষ করে ট্রাম্প বিরোধী এবং অ্যাপল বিরোধী কথাবার্তা বলছেন তারা। চীনের টুইটার হিসেবে পরিচিত উইবোতে অনেকে তাদের মতামত জানাচ্ছেন।
উইবোতে চীনের এক নাগরিক পোস্ট করেন, বাণিজ্য-যুদ্ধ দেখে আমার নিজেকে দোষী মনে হচ্ছে। আমার হাতে যখনই টাকা হবে তখনই আমার আইফোন পরিবর্তন করে ফেলবো।
একই প্লাটফর্মে আরেকজন চীনা লেখেন, আমি মনে করি হুয়াওয়ের ব্র্যান্ডটি অসাধারণ। এটা অ্যাপলকে টুকরো টুকরো করবে।
প্রসঙ্গত, গত সপ্তাহে তথ্যপ্রযুক্তি হুমকির ওপর জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কম্পিউটার নেটওয়ার্ককে ‘বিদেশি শত্রুর’ হাত থেকে রক্ষার জন্যই এমন উদ্যোগ নেন তিনি। চীনা প্রতিষ্ঠান হুয়াওয়েকে আটকাতেই এমন ব্যবস্থা তা আর আলাদা করে বলার প্রয়োজন হয়নি।