বিশ্বজুড়ে

অস্ত্রোপচারে মিললো ১২ ইঞ্চির জীবন্ত ইল মাছ

ঢাকা অর্থনীতি ডেস্ক: পেটে ব্যথা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হন ৩৪ বছর বয়সী ভিয়েতনামী যুবক। চিকিৎসকরা এক্সরে ও আল্ট্রাসাউন্ড করার পর সেখানে দেখতে পান এক রহস্যময় বস্তু। এরপর করা হয় সেই যুবকের অস্ত্রোপচার। কিন্তু এতে যা বের হয়, তাতে ডাক্তারদের চোখ ছানাবড়া হওয়ার উপক্রম। কারণ পেটের ভেতর নড়াচড়া করছে ১২ ইঞ্চির জীবন্ত ইল মাছ। এরপর তা বের করে ফেলেন চিকিৎসক।

এমন একটি জিনিস ওই যুবকের পেটের ভেতর কীভাবে গেল এমন প্রশ্নের কোনো নির্দিষ্ট উত্তর মেলেনি। তবে চিকিৎসকদের ধারণা, মাছটি ওই যুবকের পায়ু পথ দিয়ে কোলন হয়ে পেটের ভেতর পৌঁছে গেছে কোনোভাবে।

ডাক্তাররা বলছেন, অস্ত্রোপচারে বেশ ঝুঁকি ছিল। কারণ এতে ইনফেকশন হওয়ার মারাত্মক সম্ভাবনা ছিল। তবে ক্ষতিগ্রস্ত টিস্যু বের করে ফেলা হয়েছে। সামান্য অস্বস্তি ছাড়া বর্তমানে সুস্থ আছেন ওই যুবক।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close