দেশজুড়েপ্রধান শিরোনাম
অস্ত্রসহ ২৩ মামলার দুই আসামিক গ্রেফতার
ঢাকা অর্থনীতি ডেস্কঃ নোয়াখালীর চাটখিল পৌরসভার দশানী টগবা এলাকা থেকে অস্ত্রসহ ২৩ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- চাটখিল পৌরসভার দশানী টগবা গ্রামের বাসিন্দা ফুয়াদ হাসান সৈকত ও মামুন হোসেন। তারা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।
চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে দশানী টগবা এলাকায় অভিযান চালিয়ে ফুয়াদ ও মামুনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, একটি কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, দুটি চাকু, চুরির কাজে ব্যবহৃত দুটি স্ক্রুড্রাইভার, তিনটি প্লাস, একটি ড্রিল মেশিন ও দুটি ড্রিল মেশিনের স্ক্র উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, গ্রেফতার ফুয়াদের বিরুদ্ধে ১৪টি মামলা ও মামুনের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা হয়েছে।
/এন এইচ