বিশ্বজুড়ে
অস্ট্রেলিয়ার বন বাঁচাতে নিজের নগ্ন ছবি বিক্রি
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভয়ঙ্কর দাবানলে এরই মধ্যে অস্ট্রেলিয়ায় প্রায় ৫০ লাখ হেক্টর জঙ্গল পুড়ে গেছে। আগুনে পুড়ে প্রাণ হারিয়েছে ৫০ কোটির বেশি পশুপাখি। এ পরিস্থিতিতে উদ্ধারকাজে সহায়তার অর্থসংগ্রহে ভিন্ন ধরনের পথ বেছে নিয়েছেন মার্কিন তরুণী কেলেন ওয়ার্ড। অস্ট্রেলিয়ার আগুন নেভাতে কেউ অর্থ অনুদান দিলে তাকে নিজের নগ্ন ছবি দিচ্ছেন তিনি।
২০ বছরের কেলেন দুদিন আগেই ‘দ্য নেকেড ফিলানথ্রপিস্ট’ নামের নিজের টুইটার অ্যাকাউন্টে এই আবেদন করেন। তিনি লেখেন, ‘অস্ট্রেলিয়ার আগুন নেভানোর জন্য যাঁরা সাহায্য করবেন, তাঁদের আমি নিজের নগ্ন ছবি পাঠাব। প্রতি ১০ ডলার সাহায্যের জন্য একটি করে ছবি পাঠানো হবে। আপনারা আমাকে অনুদানের বিষয়টি নিশ্চিত করুন। আমি ছবি পাঠিয়ে দেব।’
গত মঙ্গলবার(৭ জানুয়ারি) এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান জানায়, এই আবেদনের পর নিজের নগ্ন ছবি বেচে পাঁচ কোটি ৯৫ লাখ টাকা (৭ লাখ মার্কিন ডলার) তুলেছেন কেলেন। সেকথাও নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ‘আমার টুইটের পর অস্ট্রেলিয়ার দাবানলে সাহায্যের জন্য প্রায় সাত লাখ ডলার উঠেছে। এটা কি সত্যি?’
অবশ্য এই কাজের জন্য যথেষ্ট খেসারতও দিতে হয়েছে পেশায় যৌনকর্মী কেলেনকে। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁকে তাঁর মা-বাবা বাড়ি থেকে বের করে দিয়েছেন। এমনকি তাঁর সঙ্গে যাঁর সম্পর্ক ছিল, তিনিও কেলেনের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন। তাতে অবশ্য দমতে রাজি নন তরুণী। তাঁর একমাত্র উদ্দেশ্যে দাবানলে সাহায্যের জন্য যত বেশি সম্ভব অর্থ জোগাড় করা।
কেলেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এই অনুদানের কিছু অর্থ নাকি তিনি নিজেই পকেটে পুরেছেন। তারও জবাব দিয়েছেন কেলেন। টুইট করে তিনি বলেন, ‘অনেকে বলছেন আমি কিছু টাকা নিজের পকেটে ঢুকিয়েছি। তাঁদের বলতে চাই, আমি কিছুতেই সেটা করতে পারব না। কারণ অর্থ আমার কাছে আসছে না। দেওয়া হচ্ছে সেই সংস্থায়, যারা এই আগুন নেভাতে সাহায্য করছে। আমি কেবল বলেছি, আমাকে সেই ডোনেশনের কনফার্মেশন পাঠালেই আমি ছবি পাঠিয়ে দেব।’
/এন এইচ