বিনোদন
অসুর রূপে সবাইকে চমকে দিল জিৎ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ হঠাৎ করে তাকে দেখলে চেনাই যায় না। মাথায় লম্বা চুল, পেটা শরীর। ‘অসুর’ নামের একটি সিনেমায় এমন লুকেই হাজির হচ্ছেন কলকাতার সুপারস্টার জিৎ। অসুরের ফার্স্ট লুকে জিৎকে দেখা গিয়েছিলো ধুনিচি হাতে দুর্গার সামনে দাঁড়িয়ে।
এবার প্রকাশ হয়েছে সিনেমাটির টিজার। বলিষ্ঠ চেহারা, লম্বা চুলে অন্যরকম দেখাচ্ছে জিৎকে। পরিচালক পাভেলের হাত ধরে নতুন লুকে সবাইকে চমকে দিয়েছেন এই নায়ক। টিজারেই রিতিমতো ঝড় তুলেছেন জিৎ। তার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
ছবির টিজারে জিৎ ছাড়াও দেখা যাচ্ছে নুসরাত জাহান ও আবির চট্টোপাধ্যায়কে। আর বিয়ের পর এটাই হচ্ছে নুসরাতের প্রথম ছবি। নুসরাতকে দেখা যাচ্ছে নতুন লুকে। আর আবির হাজির হয়েছেন তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়েই।
শনিবার মুক্তি পেয়েছে অসুরের টিজার। সিনেমাটি মুক্তি পাবে আসছে শীতে। সিনেমাটির পোস্টারে জিতের লুক দেখে চমকে গিয়েছিলেন অনেকে। এবার টিজারেও প্রশংসায় ভাসছেন জিৎ।