বিশ্বজুড়েব্যাংক-বীমাশিল্প-বানিজ্য
অর্থনৈতিক বিপাকে পড়ছে আফগানিস্তান
ঢাকা অর্থনীতি ডেস্ক: আফগানিস্তানের ক্ষমতা এখন তালেবানের হাতে। এতে দেশটির অর্থনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
গতকাল রোববার (১৫ আগস্ট) সকালেই কাবুলের বাইরে এসে পৌঁছায় তালেবান সেনা। সেই খবর হতেই কাবুলের প্রায় সব সরকারি ও বেসরকারি অফিস থেকে কর্মীদের ছুটি দিয়ে দেওয়া হয়। সবাইকে বাড়ি ফেরার নির্দেশ দেয় প্রশাসন। তাড়াহুড়ো করে বাড়ি ফিরতে গিয়েই যানজট ছড়ায়।
এতে মানুষ আতঙ্কে ব্যাংক থেকে টাকা তোলা শুরু করেন। ব্যাংকে বিপুল মানুষের ভিড় সৃষ্টি হয়।
কয়েক মাস ধরেই তালেবানরা আফগানিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান দখলে নিতে শুরু করে। কিছুদিন আগে দেশটির অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা পদত্যাগ করেছেন। মূলত দেশের বিভিন্ন সীমান্তের স্থানীয় রাজস্ব কার্যালয়গুলো তালেবানরা দখল নেওয়ার পর দেশটি রাজস্বসংকটে পড়ে। এরপর উপায়ান্ত না পেয়ে পদত্যাগ করেন পায়েন্দা।
২০২০ সালে করোনা মহামারির জেরে আরও অনেক দেশের মতো আফগানিস্তানের মোট দেশজ উৎপাদনের সংকোচন হয় ৩ দশমিক ৫১ শতাংশ। বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর পূর্বাভাস ছিল, চলতি বছর আফগান অর্থনীতি ঘুরে দাঁড়াবে। প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ৬ শতাংশের ওপরে। কিন্তু তালেবানরা আবার ক্ষমতায় আসার কারণে প্রবৃদ্ধির পূর্বাভাস আর খাটবে কি না, তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।