আশুলিয়াধামরাইসাভারস্থানীয় সংবাদ
অমৃত লাল ভক্তের ১৭৪ তম মেলা পরিদর্শনে স্বেচ্ছাসেবক দল নেতা
ধামরাই উপজেলা বাইশাকান্দা ইউনিয়নের খাগাইল গ্রামে অমৃত লাল ভক্তের ১৭৪ তম মেলা পরিদর্শন করেছেন ঢাকা- ২০(ধামরাই) আসনে এমপি পদে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি।
প্রতি বছর কার্তিক মাসে এই মেলা অনুষ্ঠিত হয়। প্রথম দিন ভাবগত পাঠ, দ্বিতীয় ও তৃতীয় দিন এক নাম সংকীর্তন, চতুর্থ দিন নৌকা বিলাস সহ নানা বর্নিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় মাসব্যাপী এই মেলা। পরিদর্শনকালে নাজমুল হাসান অভি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবে শুভেচ্ছা জানান। তিনি সকল ধর্মের শান্তিপূর্ণ ও নিরাপদ সহাবন্থানের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় ধামরাইয়ের স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।