ঢাকা অর্থনীতি ডেস্ক: ভারতের বর্তমান সরকার অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যুকে গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি।
রোববার (২৬ জানুয়ারি) ভারতীয় হাইকমিশনে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দেয়া লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরিবেশবান্ধব উন্নয়নের সাথে সংবিধান প্রদত্ত গণতান্ত্রিক প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে, ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করেন হাইকমিশনার। বাজানো হয় ভারতের জাতীয় সঙ্গীত। দিবসটি পালনে হাইকমিশনে ছিল আরও আয়োজন।
/এএস