দেশজুড়েপ্রধান শিরোনাম
অভিযানে নেমেই ৬৫ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর মিরপুর এলাকায় অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করতে এবং বকেয়া বিল আদায় করতে দুই দিনের বিশেষ অভিযানে নেমেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আজ সোমবার প্রথম দিনে ২৭টি টিম বিশেষ অভিযানে নেমে অবৈধ ও বকেয়া বিলের কারণে ৬৫ গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রতিষ্ঠানটি।
তিতাসের মিরপুর অফিসের অধীনে কাজী পাড়া, শেওড়া পাড়া, পল্লবী, ভাসানটেক, পলাশ নগর, ডিওএইচএস, মনিপুর, পীরেরবাগ, শাহ আলীবাগ, আহম্মেদ নগর, আরামবাগসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আজ মঙ্গলবারও মিরপুর অফিসের অধীনে বেশ কিছু এলাকায় অভিযান পরিচালনা করা হবে।
জানতে চাইলে তিতাসের মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশনের মহাব্যবস্থাপক মো. রশিদুল আলম বলেন, ‘তিতাসের মিরপুর অফিসের অধীনের বেশ কিছু এলাকায় দু’দিনের বিশেষ অভিযানে নেমেছে তিতাসের ২৭টি টিম। আজ প্রথম দিনে অভিযান চালিয়ে ৬৫ গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। তারমধ্যে বকেয়া বিলের কারণে ৫০টি এবং অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের কারণে ১৫টি গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবারও মিরপুরের বেশকিছু এলাকায় অভিযান করা হবে।’
/আরএম