তথ্যপ্রযুক্তি
অভিনেত্রী মডেলদের ফেসবুক আইডি হ্যাক করাই যার পেশা!
ঢাকা অর্থনীতি ডেস্কঃ সামির আল মাসুদ (২৩) উচ্চ মাধ্যমিকের পর আর পড়েননি। তবে তথ্যপ্রযুক্তিতে আগ্রহী হয়ে এক সময় জড়িয়ে পড়েন হ্যাকিং গ্রুপে। শুরু করেন ফেসবুক আইডি হ্যাক করা। জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও উঠতি তারকাদের ফেসবুক আইডি টার্গেট করে দখলে নিতেন অনায়াসে।
তারকাদের ফেসবুক আইডি দখলে নিয়ে তাঁদের বার্তা বক্সে হুমকি দিতেন আপত্তিকর ছবি ও তথ্য ছড়িয়ে দেওয়ার। দাবি করতেন মোটা অঙ্কের টাকা। কখনো টাকায় সমাধান করতেন, কখনো আবার টাকা হাতিয়ে নিয়েও ফেরত দিতেন না আইডি। তারকাদের কাছ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে আয় করা এসব টাকা তিনি ব্যয় করতেন নেশা করে।
সর্বশেষ সামির আল মাসুদের আক্রমণের শিকার হন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮-এর প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়া। নিশাতের আইডি নিজের দখলে নেওয়ার পর টাকা দাবি করেন সামির। ১০ হাজার টাকা দেওয়ার পরও ফিরিয়ে দেওয়া হয়নি তাঁর ফেসবুক আইডি। পরে তিনি বাধ্য হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনার ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের শরণাপন্ন হন নিশাত নাওয়ার সালওয়া। ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় মামলা করেন।
ঘটনার তদন্তে নেমে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ বুধবার (২৯ মে) বিকেলে সামির আল মাসুদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর সামির আল মাসুদ চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছেন বলে সিটিটিসির সাইবার ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ইশতিয়াক আহমেদ জানিয়েছেন।
ইশতিয়াক আহমেদ সংবাদমাধ্যমে বলেন, ‘নিশাত নাওয়ার সালওয়ার কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নিয়েছিলেন সামির। সেই সূত্র ধরে তাঁকে গ্রেপ্তার করি আমরা। গ্রেপ্তারের পর তিনি জানিয়েছেন, জনপ্রিয় ও উঠতি নারী মডেলদের টার্গেট করতেন। এরপর টার্গেট পিপলদের ফেসবুক বন্ধু হয়ে তাদের আইডি নিজের নিয়ন্ত্রণে নিতেন। পরে টাকা চেয়ে হুমকি দিতেন। এদের ভেতরে যদি কারো আইডিতে ন্যুড ছবি পাওয়া যেত তাঁর কাছ থেকে বেশি টাকা দাবি করতেন। না দিতে চাইলে হুমকি দেওয়া হতো।’
সিনিয়র সহকারী কমিশনার বলেন, ‘শুধু নিশাত নয়, সময়ের জনপ্রিয় ২০ জনেরও বেশি অভিনেত্রী ও মডেলের ফেসবুক আইডি নিয়ন্ত্রণে নেন সামির আল মাসুদ। এদের ভেতরে তরুণ চলচ্চিত্র অভিনেত্রী পূজা চেরী, টিভি অভিনেত্রী শারলিনা হোসেন, শাহতাজ মুনিরা হাশেম, উপস্থাপিকা ও মডেল মারিয়া নূর এবং এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকারের ফেসবুক আইডিও নিজের নিয়ন্ত্রণে নিয়েছিল হ্যাকার সামির আল মাসুদ।’
ইশতিয়াক আহমেদ বলেন, ‘যেসব তারকার আইডি হ্যাক করত টাকার বিনিময়ে তাঁদের অধিকাংশের আইডি ফেরত দিয়েছে বলে জানিয়েছে সামির আল মাসুদ। তবে, টাকা দিলেও অনেক মডেল-অভিনেত্রীকে তাঁদের ফেসবুক আইডি ফেরত দেয়নি সামির। সামির আল মাসুদ অ্যানোনিমাস নামের একটি হ্যাকিং গ্রুপের সদস্য।
এ ছাড়া ডনস টিম ও সাইবার শটসহ আরো কয়েকটি হ্যাকিং গ্রুপ আছে বাংলাদেশে। এসব গ্রুপে আমাদের সাইবার ক্রাইমের অনেক সদস্য যুক্ত আছেন কয়েকটি টিমে ভাগ হয়ে। আমরা নজর রাখছি তাদের গতিবিধির ওপর। গ্রুপের সদস্যরা অপরাধে জড়িয়ে পড়লে আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসব। রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া সামির আল মাসুদকে কাল বৃহস্পতিবার আদালতে তোলা হবে।’