বিনোদন

অভিনেত্রী পায়েল সরকারের গাড়ি ভাঙচুর

ঢাকা অর্থনীতি ডেস্কঃ টলিউড তারকারা এখন ব্যস্ত রাজনীতির মাঠে। তৃণমূল ও বিজেপিতে এখন বিভক্ত তারা। প্রচারণায় বেশ সরব সবাই। নির্বাচনের মাঠে নেমে বিভিন্ন বিব্রতক পরিস্থিতেও পড়তে হচ্ছে তারকাদের। এবার অভিযোগ উঠেছে, অভিনেত্রী পায়েল সরকারের গাড়ি ভাঙচুর করা হয়েছে। তবে এই হামলা কারা করেছে তার এখনও স্পষ্ট নয়।

হামলার সময় গাড়িতেই ছিলেন পায়েল। তবে তার কোনও ক্ষতি হয়নি। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এই প্রসঙ্গে পায়েল বলেন, ‘গাড়ির কাচ ভাঙার আওয়াজ পেয়ে আমি পেছনে তাকাই। বুঝতে পারছিলাম কেউ হামলা চালাচ্ছে। এমন ঘটনার মুখোমুখি আগে কখনও হইনি। বাইকে করে দুই দুষ্কৃতী এসে হামলা চালিয়েছে। কিন্তু কারা ছিলেন সেটি খেয়াল করিনি।’

হামলার ঘটনার মুখে পড়ছেন কেবল মাত্র বিজেপি প্রার্থীরা। তৃণমূলের কেউ এখন পর্যন্ত এখন পরিস্থিতিতে পরেননি। বেহাল পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় বলেন, ‘আমাকে তো কেউ মারছে না। আর আমি কারও সঙ্গে ঝগড়াও করছি না। পায়েল কোথায় ঘুরছে আর কেন মারছে জানি না।’

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close