দেশজুড়েপ্রধান শিরোনাম

অভিজাত ক্লাবসহ সারাদেশে জুয়া খেলা বন্ধে হাইকোর্টের রায়

ঢাকা অর্থনীতি ডেস্ক: অর্থের বিনিময়ে রাজধানীর উত্তরা ঢাকা ক্লাব সহ ৫টি জেলায় ১৩টি ক্লাবে হাউজিসহ যে কোন জুয়া খেলা আয়োজন অবৈধ ঘোষনা করে রায় দিয়েছে হাইকোর্ট। সকল আইনশৃংখলা বাহীনীকে জুয়া বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশও দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চ এ রায় দেন। অর্থের বিনিময়ে বিভিন্ন অভ্যন্তরীণ খেলা আয়োজন প্রশ্নে হাইকোর্টের দেয়া রুলের ওপর ২৩শে জানুয়ারি শুনানি শেষ হয়।

আইন অনুসরণ না করে ক্লাবে জুয়া, ডাইস ও কার্ডের মতো অভ্যন্তরীণ খেলা আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৬ সালে হাইকোর্ট রিট করেন দুই আইনজীবী। প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের ৪ ডিসেম্বর হাইকোর্ট রুল দিয়ে ঢাকা, উত্তরা ক্লাবসহ দেশের ৫ জেলার ১৩টি ক্লাবে অর্থের বিনিময়ে হাউজি, ডাইস ও কার্ডের মতো অভ্যন্তরীণ খেলার আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দেন।

হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে ঢাকা ক্লাব আপিল বিভাগে আবেদন করে। এর শুনানি নিয়ে ২০১৬ সালের ১১ই ডিসেম্বর আপিল বিভাগ রুল নিষ্পত্তি করতে সময় বেঁধে দেন। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করা হয়।

Related Articles

Leave a Reply

Close
Close