দেশজুড়েপ্রধান শিরোনামরাজস্ব

‘অবৈধ বিদেশি শ্রমিকদের মাধ্যমে বছরে প্রায় ২৬ হাজার কোটি টাকা পাচার’

ঢাকা অর্থনীতি ডেস্ক: বাংলাদেশে অবৈধভাবে কর্মরত বিদেশি শ্রমিকদের মাধ্যমে প্রতি বছর প্রায় ২৬ হাজার ৪০০ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশে বিদেশিদের কর্মসংস্থান সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক টিআইবির গবেষণায় এসব তথ্য উঠে আসে। এতে বছরে প্রায় ১২ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ।

টিআইবি জানায়, বাংলাদেশে বর্তমানে আড়াই লাখ বিদেশি শ্রমিক কাজ করছে। এদের বেশিরভাগই টুরিস্ট ভিসায় এসেছেন। দেশে বিদেশি কর্মী নিয়োগে কোনও সমন্বিত ও কার্যকর কৌশলগত নীতিমালা নেই বলেও জানায় প্রতিষ্ঠানটি।

এছাড়া, বিদেশি কর্মী নিয়োগে একটি সমন্বিত নীতিমালার সুপারিশ করেছে টিআইবি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close