খেলাধুলাপ্রধান শিরোনাম
অবশেষে লাল জার্সিতে বাংলাদেশ!
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই লাল জার্সিতে খেলার সম্ভাবনা ছিলো। কিন্তু প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাই তাদের বিকল্প জার্সি গায়ে নেমে যায় বাংলাদেশের বিপক্ষে। ফলে পুরো টুর্নামেন্টই নিজেদের সবুজ জার্সিতে খেলেছে মাশরাফিরা। এবার টুর্নামেন্টের শেষ ম্যাচে আবারও সম্ভাবনা জেগেছে লাল জার্সি পড়ে খেলার।
১৯৯২ সালে সর্ব প্রথম বিশ্বকাপে রঙিন জার্সির প্রবর্তন ঘটে। তবে এবারই প্রথমবার হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে দুই রঙের জার্সির নিয়ম বেঁধে দেয় আইসিসি। তবে একমাত্র স্বাগতিকরাই এই নিয়মের বাইরে ছিলো। সে হিসেবে অন্য সব দলের মতই অ্যাওয়ে জার্সি তৈরি করে বাংলাদেশ ক্রিকেট দল।
বিশ্বকাপে এখনও পর্যন্ত আটটি ম্যাচ শেষ হয়ে গেছে বাংলাদেশের। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ছাড়া বাকি সাত ম্যাচেই প্রধান সবুজ জার্সিতে মাঠে নেমেছে টাইগাররা। তবে, শেষ ম্যাচটিতে পাকিস্তানের বিপক্ষে রঙ বদলে যাচ্ছে বাংলাদেশ দলের।
শুক্রবার (০৫ জুলাই) লর্ডসে পাকিস্তানের বিপক্ষে নিজেদের এবারের বিশ্বকাপের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। মূলত, পাকিস্তানের জার্সিও সবুজ রঙের হওয়ার কারণেই লাল রঙের জার্সিতে মাঠে নামবে টাইগাররা।
/আরএম