দেশজুড়েপ্রধান শিরোনাম
অবশেষে যুবলীগ নেতা সম্রাট গ্রেপ্তার
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৬ অক্টোবর) ভোরে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর চৌধুরী বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের পরিচালক সরওয়ার বিন কাশেম সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রোববার ভোরে কুমিল্লা সীমান্ত এলাকা থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ক্যাসিনো ও জুয়াবিরোধী অভিযানের শুরু থেকেই যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট নজরদারিতে ছিলেন। তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও করছিলেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে তিনি দেশ ছাড়তে পারেননি।
গত ১৮ সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের ক্লাবপাড়ায় র্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো চলার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে আলোচনায় ছিল সম্রাট। সেদিন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূইয়া গ্রেপ্তার হওয়ার পর সদলবলে কাকরাইলে সংগঠনের কার্যালয়ে অবস্থান নিয়ে রাতভর ছিলেন সম্রাট। এরপর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।