বিশ্বজুড়ে

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন নরেন্দ্র মোদি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে দিল্লির এআইআইএমএস হাসপাতালে টিকার দ্বিতীয় ডোজ নেন তিনি। এদিকে টিকা নেওয়ার পর টুইটারে দেওয়া এক বার্তায় করোনামুক্ত থাকতে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন মোদি।

এর আগে ১ মার্চ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন নরেন্দ্র মোদি। দেশে টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপে ওই টিকা নেন তিনি। সেসময় কেবল প্রবীণ নাগরিক ও ৪৫ বছরের বেশি বয়সীদের যাদের কোমর্বিডিটি রয়েছে তাদেরই টিকা দেওয়া হচ্ছিল। তবে গত ১ এপ্রিল থেকে ৪৫ বছরের বেশি বয়সী সবাইকে করোনার টিকা দেওয়া হচ্ছে।

টিকা নেওয়ার পর টুইটে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘এআইআইএমএস-এ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছি। ভাইরাসকে পরাজিত করতে টিকা নেওয়া হলো একটি উপায়। আপনি যদি টিকা নেওয়ার যোগ্য হন তবে শীগগিরই আপনার ডোজটি নিয়ে নিন। রেজিস্টার করুন, http://CoWin.gov.in।’

প্রথম ধাপে টিকা নেন চিকিৎসক, নার্সসহ অন্য স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে দেশের নিরাপত্তা বিভাগের সঙ্গে যুক্ত থাকা কর্মীরা। কর্মসূচির পরবর্তী ধাপগুলোতে ৪৫ বছরের ওপরের সব মানুষকে টিকা দেওয়া হচ্ছে। দেশজুড়ে টিকাদান কার্যক্রমে গতি বাড়াতে তৎপর কেন্দ্রীয় সরকার।

/এন এইচ

Related Articles

Leave a Reply

De la tragedie la comedie: 5 spectacole de familie care
Close
Close