বিনোদন

অপূর্ব অসুস্থ জেনে সারা দিন না খেয়ে ভারতীয় নারী ভক্ত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রথমে আইসিউতে রাখা হলেও, পরবর্তীতে প্লাজমা প্রদানের পর শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। প্রিয় অভিনেতার অসুস্থতার খবরে দুই বাংলার ভক্তদের মধ্যে দেখা দিয়েছে উৎকণ্ঠা।

ফেসবুকে অপূর্বর ভারতীয় ফ্যান ক্লাবের এক সদস্যের পোস্ট পড়ে চমকে যাবেন যে কেউ। দেবশ্রী গুহ নামের এই অপূর্বভক্ত প্রিয় তারকার সুস্থতা কামনায় শনিবার উপবাস দিয়েছেন। সেদিন সন্ধ্যায় ১৬ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন অপূর্ব। হাসপাতালের বেডে অপূর্ব, তার হাতে স্যালাইনের সিরিঞ্জ পুশ করা। শুধু হাতের নড়াচড়াই দেখা যাচ্ছে সেখানে। ভিডিওটি শেয়ার দিয়ে আবেগঘন একটি পোস্ট দেন দেবশ্রী। এক জায়গায় লেখেন, ‘…আজ উপোস করে পূজা দিয়েছিলাম তোমার জন্য। সত্যিই ভাবিনি তার ফল এভাবে পাব। চোখের জল বাঁধ মানেনি আজ।’

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী দেবশ্রী। প্রায় তিন বছর ধরে অপূর্বর অন্ধভক্ত তিনি।

করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তার শারীরিক অবস্থা খুবই করুণ থাকায় বাড়ছিল দুশ্চিন্তা। অবশেষে আজ রবিবার খোঁজ নিতে গিয়ে জানা গেলো, সুস্থ হয়ে উঠছেন এই অভিনেতা। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close