দেশজুড়ে
অপহরণ করে নির্যাতনের পর সাংবাদিককে ফেলে গেছে দুর্বৃত্তরা
ঢাকা অর্থনীতি ডেস্ক: অপহরণ করে নির্যাতনের পরে বেসরকারি এস এ টিভির সিনিয়র রিপোর্টার রিয়াদ আহসানকে মধ্যরাতে রাজধানীর নিকেতন গেইটের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। বনানী ক্লিনিকে চিকিৎসাধীন আছেন রিয়াদ। রিয়াদ জানান, অপহরণকারীরা নিয়ে গেছেন তার মোবাইলের সব ডাটা আর ফাইল।
মাথায় আঘাতের প্রচণ্ড ব্যথা আর চোখ বাধা ছিল বলে অপহরণকারীদের চিনতে পারেননি আহত রিয়াদ। তবে, তিনটি কণ্ঠে তাকে হুমকি দেয়ার বিষয়টি পুলিশকে নিশ্চিত করেন তিনি। রিয়াদের অভিযোগ বৃহস্পতিবার কাজ শেষে এস এ টিভি কার্যালয় থেকে বের হবার পর গুলশান থেকে একটি গাড়িতে জোরপূর্বক তুলে নেয়া হয় তাকে।
চোখ বেধে মারধরের পর নিয়ে যাওয়া হয় একটি খালি কক্ষে। তার সন্দেহ সেখানেই কপি করা হয় মোবাইলের সমস্ত ডাটা। রাত সাড়ে ১১ টায় নিকেতন গেইটের পাশ থেকে উদ্ধার করা হয় আহত সাংবাদিক রিয়াদ আহসানকে। রাতেই তার জবানবন্দি রেকর্ড করে গুলশান থানা পুলিশ।