বিনোদন

অপদস্তের শিকার অভিনেত্রী হানিয়া

ঢাকা অর্থনীতি ডেস্ক: আমেরিকায় একটি অনুষ্ঠানে অপদস্তের শিকার পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।

সেখানে অনুষ্ঠানের আয়োজকদের থেকে কতটা খারাপ ব্যবহার পেয়েছেন আর তাঁর টিমের সঙ্গে কী ঘটেছে বিস্তারিত জানিয়েছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। আয়োজকরা তাঁদের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলেছেন যা অত্যন্ত অপমানজনক। আয়োজকদের মধ্যে একজন হানিয়ার ম্যানেজারের সঙ্গে অত্যন্ত নোংরা ভাষায় কথা বলেছেন বলে দাবি করেন হানিয়া।

হানিয়ার ভাষ্যমতে, তিনি যখন ভক্তদের সঙ্গে সেলফি তুলছিলেন তখন ঘটনাটি ঘটেছে। বারবার আয়োজকদের পরিস্থিতিটি বোঝার জন্য অনুরোধ করেছেন। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি। শুধু ম্যানেজারের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন তা নয়, ওই আয়োজক হানিয়াকেও গালিগালাজ করেন।

মুহূর্তে একটা অস্বস্তিকর পরিস্থিতির তৈরি হয়ে যায়। এই ঘটনায় হানিয়া তাঁর ভক্তদের কাছেও ক্ষমা চেয়ে নেন।

ইনস্টা স্টোরিতে একটা লম্বা পোস্ট শেয়ার করেছেন ‘হামসাফার’খ্যাত অভিনেত্রী। হানিয়া তাঁর পোস্টে লেখেন, ‘আমি যে আমার ভক্তদের প্রচণ্ড ভালবাসি ও সম্মান করি সেই বিষয়ে আমার কোনও সন্দেহ নেই। যাঁরা আমার সঙ্গে ওই অনুষ্ঠানে দেখা করতে এসেছিলেন আমি সাধ্যমত সকলের সঙ্গে আলাপ করেছি।

কিন্তু, শেষটা এত খারাপ হবে সত্যিই ভাবিনি।’
ঘটনার বিবরণ দিতে গিয়ে পাক অভিনেত্রী বলেন, ‘আমি ভক্তদের সঙ্গে ছবি তুলছিলাম। বেশ ভালই ছিল মুহূর্তটা। আমার বসার জায়গার পিছনে হঠাৎ শুনতে পাই অনুষ্ঠানের এক আয়োজক আমার ম্যানেজারের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলছেন। আমি পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করি। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি। এই ঘটনায় আমার ম্যানেজার খুবই হতাশ হয়ে পড়েন। স্টেজের পিছনে চলে যান। আমিও তার সঙ্গে যাই। সেখানেও যখন ছবি তোলার হিড়িক তখন আয়োজকদের খারাপ ব্যবহার চরমে পৌঁছায়।’

পুরুষ শাসিত ইন্ডাস্ট্রিতে নারীদের এভাবে হেনস্থা হতে হবে কিনা সেই বিষয়ে প্রশ্ন তোলেন পাক অভিনেত্রী। হানিয়া লেখেন, ‘পুরুষতন্ত্র সমাজের কোনও অধিকার নেই একজন নারীর সঙ্গে এই রকম খারাপ আচরণ করার। আমরাই আমাদের লড়াই লড়তে পারব। নিজেরাই নিজেদের পক্ষে দাঁড়াব।’

পোস্টের শেষে দুঃখ প্রকাশ করে হানিয়া লিখেছেন, ‘যাঁরা আমার অনুষ্ঠানে এসে এই পরিস্থিতির সম্মুখীন হলেন তাঁদের কাছে আমি লজ্জিত। মন থেকে ক্ষমা চাইছি। যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার জন্য দুঃখিত।’

Related Articles

Leave a Reply

Close
Close