প্রধান শিরোনামবিশ্বজুড়ে

অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিতে প্রস্তুত জাতিসংঘ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং জনগণকে প্রয়োজনীয় যেকোন উপায়ে সমর্থন দিতে প্রস্তুত জাতিসংঘ।

বৃহস্পতিবার(০৯ আগস্ট) নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এক ব্রিফিংয়ে সংস্থা মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেন, ‘আমরা দেখব নতুন সরকারের কাছ থেকে আমরা কী ধরনের সহযোগিতার অনুরোধ পাই। তাদের প্রয়োজন অনুযায়ী আমরা অবশ্যই বাংলাদেশের সরকার ও জনগণকে যে কোনো উপায়ে সমর্থন করতে প্রস্তুত  আছি ।’
তিনি বলেন, জাতিসংঘ বিশ্বে  যেকোন দেশে একটি শান্তিপূর্ণ উত্তরণকে উৎসাহিত করে আসছে।

মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেন, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস বৃহস্পতিবারের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, লুইস এবং জাতিসংঘের বাংলাদেশ কান্ট্রি টিম সেখানে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া  নিশ্চিত করতে সক্রিয়  রয়েছে।

এক প্রশ্নের জবাবে ডেপুটি মুখপাত্র বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে যে সহিংসতা চলছে তা তারা দেখতে চায় না।

তিনি আরো বলেন, ‘আমরা এটা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা যেকোন জাতিগত আক্রমণ বা সহিংসতার জন্য বর্ণভিত্তিক উস্কানির বিরুদ্ধে।’

Related Articles

Leave a Reply

Close
Close