স্বাস্থ্য

অনুমতি ছাড়া হাসপাতালে অভিযান পরিচালনা নিষেধ

ঢাকা অর্থনীতি ডেস্ক: অনুমতি ছাড়া সরকারি-বেসরকারি হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে অভিযান পরিচালনা না করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার (০৫ আগস্ট) রাতে মন্ত্রণালয় থেকে এমন নির্দেশনা জারি করা হয়।

ঘোষণায় বলা হয়, সাম্প্রতিক পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের কারণে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যসেবায় নিয়োজিত প্রতিষ্ঠানসমূহে চাপা অসন্তোষ বিরাজ করায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলোচনায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। এমন অবস্থায় অভিযান পরিচালনা করার অতি প্রয়োজন দেখা দিলে স্বাস্থ্যসেবা বিভাগের সঙ্গে সমন্বয় করে করার নির্দেশনা দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Close
Close