করোনাগার্মেন্টসশিল্প-বানিজ্য
অনুপস্থিত পোশাক শ্রমিকরা ৬৫ শতাংশ বেতন পাবেন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণের কারণে সরকারের সাধারণ ছুটির সময় এপ্রিল মাসে যেসব কারখানা বন্ধ ছিল বা ওই সময় যেসব শ্রমিক কারখানায় কাজ করেননি, ওইসব কারখানার শ্রমিকদের মজুরি আরও পাঁচ শতাংশ বাড়িয়ে ৬৫ শতাংশ করা হয়েছে।
সোমবার (৪ মে) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
এর আগে এপ্রিলের মজুরি হিসেবে শ্রমিকরা বেতনের ৬০ শতাংশ পাবেন-এমন সিদ্ধান্ত হয়েছিল সরকার-মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠকে। কয়েকটি শ্রমিক সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে নতুন করে আরও পাঁচ শতাংশ বাড়িয়ে ৬৫ শতাংশ করা হয়েছে। এপ্রিলের মজুরির হিসাব চূড়ান্ত হওয়ায় বর্ধিত মজুরির পাঁচ শতাংশ শ্রমিকরা মে মাসের মজুরির সঙ্গে পাবেন।
/আরএম