দেশজুড়ে
অনলাইন পত্রিকাগুলোকে নিবন্ধনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
ঢাকা অর্থনীতি ডেস্কঃ অনলাইন পত্রিকাগুলোকে শীঘ্রই নিবন্ধনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার (১৮ মে) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব অডিটোরিয়ামে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনলাইন পত্রিকাগুলো নীতিমালার আওতায় আনা হবে বলে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, যে কেউ একটা অনলাইন খুলে বসল, সে আর পাঁচজনকে কার্ড দিচ্ছে, এভাবে চলতে পারে না। তাদের অনেকের কারণে পেশার মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। অনলাইনকে শৃঙ্খলার মধ্যে আনা দরকার এবং সেটার কাজ শুরু হয়েছে।
ইতিমধ্যে কয়েকটি অনলাইন নিয়ে প্রতিবেদন দেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি সংস্থার জরিপের মাধ্যমে রিপোর্ট তৈরি করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা উপস্থিত ছিলেন।