দেশজুড়ে
অতিরিক্ত ভাড়া নেওয়ায় পাটুরিয়াতে কয়েকটি পরিবহনকে জরিমানা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ পাটুরিয়া ঘাটে ঈদ ফেরত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে এবং ফিটনেস ও চালকের লাইসেন্স না থাকায় বেশ কয়েকটি পরিবহনের ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকালে শিবালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এই জরিমানা করেন।
জরিমানাকৃত পরিবহনগুলো হলো নীলাচল, সেলফি, লাক্সারি এনএনবি, স্বপ্ন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন জানান, যাত্রী হয়রানি বন্ধসহ অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট নিয়মিত চলবে। যাত্রীদের কাছ থেকে যাতে অতিরিক্ত ভাড়া না নেওয়া হয় সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।