দেশজুড়ে
অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক
ঢাকা অর্থনীতি ডেস্কঃ নেত্রকোণার আটপাড়া উপজেলায় অটোরিকশাসহ ছিনতাইকারী চক্রের চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার তেলিগাতী বাজার থেকে ওই ব্যক্তিদের আটক করে র্যাব-১৪-এর একটি দল। কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হল- উপজেলার হরিপুর গ্রামের ঝোটন চন্দ্র দাস (২৭), টেংগা গ্রামের মো. সাদ্দাম মিয়া (২৩), মো. মামুন (২৫) ও কেন্দুয়া উপজেলার আইতর মিস্ত্রীপাড়া গ্রামের প্রহ্লাদ সূত্রধর (২৯)।
লে. কমান্ডার শোভন খান জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধীরা বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থান থেকে অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। এসব ক্ষেত্রে তারা যাত্রী হয়ে অটোরিকশায় উঠতেন এবং নির্জন স্থানে গিয়ে চালকের সঙ্গে প্রতারণা, মারধর এমনকি প্রয়োজনে খুন করে অটোরিকশা ছিনতাই করতেন।