দেশজুড়েপ্রধান শিরোনাম
অটোরিকশা চার্জ দিতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু
ঢাকা অর্থনীতি ডেস্ক: টাঙ্গাইলে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জারের লাইন খুলতে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোর রাতে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর গ্রামের আইন্নুদ্দিন মিয়া (৬৫) ও ছেলে আনোয়ার হোসেন(৩৩)।
স্থানীয়রা জানান, ছেলে আনোয়ার তার ব্যাটারিচালিত অটোরিকশা বাড়ির একটি ঘরে চার্জ দিয়েছিল। পরে ভোররাতে অটোরিকশার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে আনোয়ার বিদ্যুৎপৃষ্ট হয়। পরে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবাও বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘারিন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, বিদ্যুতের তারে জরিয়ে বাবা ছেলের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে কেউ কোন প্রকার অভিযোগ করেনি বলেও জানান তিনি।